ভারত সফরে বিএনসিসির প্রতিনিধি দল
ভারত সরকারের আমন্ত্রণে দেশটির কর্ণাটক রাজ্যের একটি অনুষ্ঠানে যোগদানের জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি)’র ১ জন কর্মকর্তা এবং ৮ জন ক্যাডেট ভারত সফরে গেছেন। বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে বিএনসিসি প্রতিনিধিদল ১৩ ডিসেম্বর বিমানযোগে কর্ণাটক এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
কর্ণাটকে ১৪ ডিসেম্বর থেকে অনুষ্ঠিতব্য সপ্তাহব্যাপি অনুষ্ঠান শেষে উল্লেখিত অফিসার ও ক্যাডেটরা আগামী ২২ ডিসেম্বর ঢাকায় ফিরবেন।
এছাড়াও তারা ভারত সরকারের ব্যবস্থাপনায় বিভিন্ন ঐতিহ্যবাহী সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।
এ সফরে সার্কভুক্ত দেশসমূহের অংশগ্রহণকারী ক্যাডেটদের সঙ্গে বাংলাদেশি কর্মকর্তাদের পারস্পরিক মতবিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন পরিদর্শন/প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান/অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে বৃদ্ধি করবে।#
লেখাপড়া২৪.কম/আরএইচ-৪৯৫৭