“জাগ্রত বিজয়”


বিজয়-দিবস“জাগ্রত বিজয়”

মোঃ আরিফুল ইসলাম নাঈম

দেখেছি মশাল আগুনের শিখা

নিয়েছে কতশত প্রান

এনেছি বিজয়ে অধিকার

আমাদের হাতে হাত আজ ষোল কোটি প্রাণ।।

থাকিনি কখনও মাথা নিচু করে

আর হারাইনি মা-জন্মভূমি

বাঙালি আমরা বীরের জাতি

Post MIddle

ইতিহাস তার সাক্ষী…

সবুজে শ্যামলে ভরে আছে মাঠ

স্বাধীন বাতাসে কোকিলের গান

হিজল, তমাল, পলাশ, কৃষ্ণচূড়া

মুক্ত সকলে, পাখির কলতান।। বারে বারে তবুও মনে পরে যায়

অকাতরে যারা বিলিয়েছে প্রান

শহীদ তারা, মোদের স্রিতিতে বলীয়ান

বিজয়ের মাসে শ্রদ্ধা ভরে গেয়ে যাই

 তাই তাদেরই জয়গান।।

লেখাপড়া২৪.কম/নাঈম/এমএএ-০৪১১

পছন্দের আরো পোস্ট