শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

14 dec 2015 (1)শহীদ বুদ্ধিজীবী দিবসে স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয়। দিবসটি পালন উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ র‌্যালী নিয়ে মিরপুর জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমবেত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. দেলওয়ার হোসেন, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন ড. হাসিন অনুপমা আজহারীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

 

ছাত্রদের নেতৃত্ব দেন গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি শামীম হোসেন।

 

লেখাপড়া২৪.কম/গণবি/পিআর/এমএএ-০৩৯৫

পছন্দের আরো পোস্ট