বেরোবিতে যথাযথ মর্যাদায় বুদ্ধিজীবী দিবস পালিত

14-12-15যথাযথ মর্যাদায় আজ সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসে স্বাধীনতা স্মারকের পাদদেশে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী। পরে উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দমদমা বদ্ধভ‚মিতে শহীদদের শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

 

এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট, নীল দল ও জননেত্রী পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে একটি শোক র‌্যালি বের করা হয়।

 

Post MIddle

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ দমদমা বদ্ধভ‚মিতে শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

 

লেখাপড়া২৪.কম/বেরোবি/পিআর/এমএএ-০৩৮৯

পছন্দের আরো পোস্ট