কুয়েটে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের কর্মসুচি

কুয়েটশহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০১৫ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং আবাসিক হলসমুহে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) এবং কালো পতাকা উত্তোলন করা। সকাল সাড়ে ১০ টায় প্রশাসনিক ভবনের সম্মুখ হতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দের অংশগ্রহণে শোক-র‌্যালি, সকাল ১১ টায় অডিটরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং সন্ধ্যা ৬ টায় আলোর মিছিল অনুষ্ঠিত হবে।

 

Post MIddle

১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে মহান বিজয় দিবসে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর, সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীসহ গল্লামারী স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং আবাসিক হলসমুহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে মহান বিজয় দিবসের উপর শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দুপুর ২ঃ৩০ টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে কর্মকর্তা/কর্মচারী বনাম ছাত্র এবং ৩ঃ৩০ টায় শিক্ষক বনাম ছাত্রের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। এছাড়া, বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়ার অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬ টায় অডিটরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দিবসের সাথে সঙ্গতিপূর্ণ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।#

 

 

লেখাপড়া২৪.কম/কুয়েট/পিআর/আরএইচ-৪৯৪৬

পছন্দের আরো পোস্ট