ইবি শিক্ষক সমিতির নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন

ta pic-12উৎসব মূখর পরিবেশের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন -২০১৬ এর ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রবিবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা চলছে বলে জানা গেছে।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবছর নির্বাচনে তিনটি প্যানেলে প্রার্থীরা অংশ গ্রহণ করেছে। এদের মধ্যে বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপি-জামায়াত পন্থী যৌথ প্যানেল দিয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ, মহান মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরাম পৃথক দুটি প্যানেলে নির্বাচনে অংশ গ্রহণ করছে।

 

Post MIddle

রবিবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুপুর দুইটা থেকে ভোট গণনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার প্রফেসর ড. কাজী আকতার হোসেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।

 

লেখাপড়া২৪.কম/ইবি/নবীন/স্বশা-৪৫৪৫

পছন্দের আরো পোস্ট