৮ জানুয়ারি বরিশালে যুব ছায়া সংসদ

IMG_20151211_161102আগামী ৮জানুয়ারি ২০১৬ তারিখে বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ভবিষ্যতে বাংলাশের অন্বেষণ” সম্পর্কিত বিষয় নিয়ে ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত ২য় যুব ছায়া সংসদ। জাতীয় সংসদের নিতীমালা অনুযায়ী বাংলাদেশের সকল সংসদীয় আসন থেকে আবেদনের মাধ্যমে নির্বাচিত করা হবে সংসদ সদস্য হিসেবে।

 

Post MIddle

প্রত্যেক সংসদ সদস্যরা সেখানে তার নির্বাচিত নিজ এলাকার “ভাবিষ্যতে বাংলাদেশ অন্বেষণ ” বিষয়ের উপরে বক্তব্য তুলে ধরবে। তাই যুব সংসদ সফল করতে আজ বরিশালে সকল বিষয় নিয়ে মুক্ত আলোচনা ও যুব সংসদ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ধ্রুবতারা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নির্বাহী পরিচালক ও সাধারন সম্পাদক অর্কো চক্রবর্তী। বরিশাল সম্মানি ব্যক্তি বীর মুক্তিযুদ্ধা আক্কাস হোসেন সহ বরিশাল, ঝালকাঠী ও পটুৃয়াখালী ধ্রুবতারার দায়িত্বশীলরা এবং বিভিন্ন সাংবাদিকরা।#

 

লেখাপড়া২৪.কম/বরিশাল/রিয়াজ/আরএইচ-৪৯১৮

পছন্দের আরো পোস্ট