বেরোবিতে ট্যাক্স জাস্টিস ইয়ুথ ক্যাম্পেইন
কর ফাঁকির চোরাগলি বন্ধ কর, ভ্যাটের বোঝা হ্রাস কর নাগরিক সেবা খাতে বরাদ্দ বৃদ্ধি কর- শিরোনাম সামনে রেখে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ট্যাক্স জাস্টিস ইয়ুথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে ট্যাক্স জাস্টিস ইয়ুথ ক্যাম্পেইন গ্রুপ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ও এবিসিডি ওয়ার্ল্ড এর আয়োজনে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কর্পোরেট কর ফাঁকি বন্ধের লক্ষ্যে আয়োজিত এই সেমিনারে সদস্য পরিচিতি, জনসচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
প্রতিবছর ধনীদের কর ফাঁকি এবং অবৈধ অর্থ প্রবাহের ফলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে উল্লেখ করে ক্যাম্পেইনে জাতীয় রাজস্ব বোর্ডের মনিটরিং ব্যবস্থা শক্তিশালী করাসহ বিভিন্ন দাবি উল্লেখ করা হয়।
এতে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান শেখ মাজেদুল হক, লোক প্রশাসন বিভাগের প্রভাষক আসাদুজ্জামান মণ্ডল আসাদ, সাব্বির আহমেদ চৌধুরী, গ্লোবাল প্লাটফরমের কো-অর্ডিনেটর রিপন আচার্য এবং দুনিয়া খন্দকার।#
লেখাপড়া২৪.কম/সজীব/বেরোবি/আরএইচ-৪৯১০