ঢাবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের চূড়ান্তপর্ব শুক্রবার

ঢাবিবাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে (১১ ডিসেম্বর ২০১৫) শুক্রবার ৭ম জাতীয় গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ৯টায় গণিত ভবনের রেজাউর রহমান অডিটরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।
দেশের ছয়টি অঞ্চল থেকে একজন নারী প্রতিযোগিসহ মোট দশজন প্রতিযোগী অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ দশজন প্রতিযোগিকে আর্থিক পুরস্কার প্রদান করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগ চূড়ান্ত পর্বের আয়োজন করছে। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সনদ প্রদান অনুষ্ঠান।#

 

 

Post MIddle

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/আরএইচ-৪৮৯৯

পছন্দের আরো পোস্ট