খুবির সাথে যুক্তরাজ্যের লীডস বিশ্ববিদ্যালয়ের যৌথ শিক্ষার উদ্যোগ

Khulna University photoআজ (১০ ডিসেম্বর) যুক্তরাজ্যের লীডস বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাত করেন। উপাচার্য প্রতিনিধি দলকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক ও শিক্ষার গুণগত মানোন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা ব্যক্ত করেন। প্রতিনিধি দলের সদস্যবৃন্দ খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে লীডস বিশ্ববিদ্যালয়ের এডুকেশন এন্ড সায়েন্টেফিক কো-অপারেশন, শিক্ষক ও ছাত্র বিনিময় যৌথ গবেষণার উদ্যোগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। উপাচার্য তাদের এ আগ্রহে সাড়া দিয়ে বলেন খুলনা বিশ্ববিদ্যালয় যৌথ শিক্ষা-গবেষণার সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে সম্মত।

 

Post MIddle

এসময় লীডস বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল সায়েন্সেস স্কুলের পরিচালক প্রফেসর ড. পাল মিলনার, মৌলিকুলার এন্ড সেলুলার বায়োলজি স্কুলের শিক্ষক প্রফেসর ড. নিকোলা স্টোনহাউস, শিক্ষক ড. ডারিন টমলিনসন ছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মুরসালিন বিল্লাহ এবং একই ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. আসিফ আহমেদ উপস্থিত ছিলেন।

 

লেখাপড়া২৪.কম/খুবি/পিআর/এমএএ-০৩৫৮

পছন্দের আরো পোস্ট