ইবিতে ডিজিটাল লাইব্রেরী ও ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘ ডিজিটাল লাইব্রেরী ও ব্যবস্থাপনা প্রশিক্ষন’ এর উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আইকিউএসি প্রকল্পের পরিচালক প্রফেসর ড. রাশিদ আশকারীর সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্ববিজ্ঞান ও লাইব্রেরী ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক প্রফেসর ড. এস এম জাবের আহমদ লাইব্রেরী ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের প্রায় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. হারুন-উর রাশিদ আশকারী বলেন- “ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন বিষয়ে পথ নির্দেশ প্রদান করে আসছে। তারই অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে”।
লেখাপড়া২৪.কম/ইবি/নবীন/এমএএ-০৩৬০