সাদার্ন ইউনিভার্সিটিতে দিনব্যাপী ক্রিকেট গেম শো
ক্রিকেট উম্মাদনা দেশব্যাপী ছড়িয়ে দিতে সম্প্রতি সাদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী রবি ক্রিকেট মেনিয়া ‘খেলো জিতে নাও পুরস্কার’ এক অন্যরকম প্রতিযোগিতা। ক্রিকেট প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে এ ক্রিকেট গেইম শো’র আয়োজন করে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের চট্টগ্রাম রিজিওনাল অফিস এবং সহযোগিতায় ছিল কম্পিউটার সাইন্স বিভাগ।
রবির উদ্যোগে সাদার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শরীফুজ্জামান, কম্পিউটার সাইন্স বিভাগের প্রধান প্রফেসর ড. নুরুল মোস্তফা, সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম ও অনুষ্ঠানের সমন্বয়ক জনাব রেজাউল করিম।
কোটি ক্রিকেট ভক্তের অদম্য ভালোবাসা ও সমর্থনকে সম্মান জানাতে বাংলাদেশ ক্রিকেটের চেতনাকে ধারণ করে রবি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে বলে জানান অনুষ্ঠানের সমন্বয়ক জনাব রেজাউল করিম।#
লেখাপড়া২৪.কম/সাদার্ন/পিআর/আরএইচ-৪৮৭৯