মানারাতে বেস্ট আইডিয়া অ্যাওয়ার্ড সিএসই বিভাগের
গত ৬ ডিসেম্বর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সি এস ই ডিপার্টমেন্ট এর টিম গুগল ডেভেলপার গ্রুপের পক্ষ থেকে আয়োজিত বেস্ট আইডিয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ উপলক্ষে মানারাত ভার্সিটির পক্ষ থেকে বিজয়ী টিমকে সংবর্ধনা দেয়া হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান।
প্রধান অতিথি তার বক্তব্যে সি এস ই ডিপার্টমেন্টের ভ’য়সী প্রশংসা করে বলেন এ সাফল্য তাদেরকে বহুদুর নিয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশ গড়ায় মানারাতের সি এস ই ডিপার্টমেন্ট অনন্য ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সি এস ই বিভাগের প্রধান আশরাফুল ইসলাম এবং অন্যান্য শিক্ষক কর্মকর্তাবৃন্দ।#
লেখাপড়া২৪.কম/মানারাত/পিআর/আরএইচ-৪৮৯২