ঢাবি সাংবাদিকতা অ্যালামনাইয়ের সম্মিলন ২৯ জানুয়ারি

ঢাবিঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রীতি সম্মিলন ও নৌবিহার -২০১৬ আগামী ২৯ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। সদর ঘাট লঞ্চ টর্মিনাল হতে সকাল ৭.৩০ মিনিটে যাত্রা শুরু করা হবে। চাঁদার হার নিম্নোক্তহারে নির্ধারণ করা হয়েছে সদস্য, বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও স্পাউজ ৬০০ টাকা এবং সন্তান ও বর্তমান ছাত্র-ছাত্রী ৪০০ টাকা।

 

Post MIddle

রেজিস্ট্রেশনের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে আগামী ২০ জানুয়ারির মধ্যে রেজাউল হাসান আকন্দ (০১৮১১২৫৮৭৮৭), কাজী রওনাক হোসেন (০১৮১৯২১৬৭০১), কাজী মোয়াজ্জেম হোসেন (০১৭১২০৫৯৭৮৭), ড. কামাল উদ্দীন জসীম (০১৭৫৫৫৪২৮৭৮) মীর মাসরুরজ্জামান রনি (০১৫৫২৩৬৫৫৪২) এবং তারিকুল ইসলাম খান রবিন (০১৭১২১৬৩৪৩৪) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।#

 

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/আরএইচ-৪৮৮৯

পছন্দের আরো পোস্ট