ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার অধ্যাপকের সাক্ষাৎ
অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটির ব্যবসা ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবদেল কে হালাবি (৯ ডিসেম্বর ২০১৫) বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটির মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। #
লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/আরএইচ-৪৮৮৮