কুয়েটে আন্তর্জাতিক সম্মেলন বৃহস্পতিবার শুরু

কুয়েটখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৃহস্পতিবার তিন দিনব্যাপী ২য় “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (ইআইসিটি-২০১৫)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স শুরু হবে। তওই কৌশল অনুষদের আয়োজনে কুয়েট অডিটরিয়ামে সকাল ১০টায় কনফারেন্সটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

তিন দিনব্যাপী সম্মেলনে বিশ্বের ১৩টি দেশ থেকে প্রেরিত ৩৫০টি গবেষণা পেপার থেকে বাছাইকৃত ১১৫ টি টেকনিক্যাল পেপার মোট ৩২টি টেকনিক্যাল সেশনে উপস্থাপন করা হবে এবং ৩টি সেরা পেপারকে পুরস্কৃত করা হবে।

 

Post MIddle

সম্মেলনে টেকনিক্যাল পেপার উপস্থাপন ছাড়াও সুন্দরবন ও মংলা পোর্ট পরিদর্শন এবং কনফারেন্স ডিনারের ব্যবস্থা থাকবে। সম্মেলনে দেশ-বিদেশী গবেষক, শিক্ষক, দেশের স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণসহ অন্যান্যরা অংশগ্রহন করবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।#

 

 

লেখাপড়া২৪.কম/কুয়েট/পিআর/আরএইচ-৪৮৯৩

পছন্দের আরো পোস্ট