ইউল্যাবে‌ হীরক রাজার দেশে মঞ্চস্থ হবে বৃহস্পতিবার

ইউল্যাববৃহস্পতিবার (১০ ডিসেম্বর ২০১৫) সন্ধ্যা ৬ টায় নজরুল ইন্সিটিউট এ সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে থিয়েটার ইউল্যাব মঞ্চস্থ করতে যাছ্ছে “হীরক রাজার দেশে”।

 

এটি এমন একটি দেশের গল্প যেখানে রাজা ভীষণ অত্যাচারী । বিজ্ঞানীর সাহায্যে জনগনের মগজ ধোলাই করে যিনি আজীবন শাসন করতে চান। একজন শিক্ষক

 

Post MIddle

রুখে দাঁড়ান তার বিরুদ্ধে । গোপী আর বাঘা , দুই জাদুকর শিল্পীর সাহায্যে রাজার পতন ঘটে আর দেশে ফিরে আসে শান্তি ।

 

বিশিষ্ট অভিনেতা, নির্দেশক ও নাট্যকার মামুনুর রশিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সম্মানিত বোর্ড অব গভর্নরবৃন্দ , শিক্ষক মন্ডলী, প্রশাসকগণ, ছাত্র- ছাত্রী বৃন্দ এবং তাদের অভিভাবকবৃন্দ নাটক দেখতে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি আয়োজন করছে থিয়েটার ইউল্যাব এবং আয়োজনে  সহযোগিতা করছে প্রাইম ব্যাংক লিমিটেড।

 

 

লেখাপড়া২৪.কম/ইউল্যাব/পিআর/আরএইচ-৪৮৮৭

 

 

পছন্দের আরো পোস্ট