ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

?

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র ওঠানোকে কেন্দ্র করে সোমবার বিকেলে ছাত্রদের দুই পক্ষে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রদের আজ (সোমবার) সন্ধ্যা ছয়টা ও ছাত্রীদের মঙ্গলবার (আজ) সকাল আটটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।#

 

 

লেখাপড়া২৪.কম/ডুয়েট/আরএইচ-৪৮৬০

 

 

পছন্দের আরো পোস্ট