চুয়েট কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

1চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কর্মচারী সমিতির নির্বাচন-২০১৫ গতকাল ০৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে মো: জামাল উদ্দীন সভাপতি ও মোহাম্মদ হাবিবুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হন। গতকাল রাতে এই ফলাফল ঘোষণা করা হয়।

 

3নির্বাচনে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বীগণ হলেন সভাপতি পদে মো: জামাল উদ্দীন (১৬১ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী তপন দে (৪৪ ভোট), সহ-সভাপতি পদে মো: আবদুর রহিম (১৪০ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: রাজী আহম্মদ (৫৭ ভোট), সাধারন সম্পাদক পদে মোহাম্মদ হাবিবুল ইসলাম মিলু (১৪৬ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আজিজুর রহমান (৬৩ ভোট), যুগ্ম সম্পাদক পদে মো: মাসুদ হোসেন (সকলের সর্বোচ্চ ১৬৯ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আনোয়ার হোসেন মোল্লা (৪৫ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে বিশ্বজিৎ ভট্টাচার্য (১৫৯ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: হোসেন (৪৭ ভোট), অর্থ সম্পাদক পদে  মোহাম্মদ ছাবের (১৫৩ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আবদুল হান্নান খান (৭৭ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: আরিফ (১৪৮ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ আবদুল কাদের (৬২ ভোট), দপ্তর সম্পাদক পদে মো: মাহবুবুর রহমান ( ১৫১ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী তপন দাশ (৫৬ ভোট), প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মো: শফিকুল ইসলাম (১৪৯ ভোট), নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঞ্চন দাশ (৬০ ভোট)। নির্বাহী সদস্য পদে বিজয়ী চারজন হলেন মো: বরকত উল্লাহ (১৩২ ভোট), মো: আবু সাদাত (১৩৭ ভোট), মো: ইসমাইল (১৪৮ ভোট), মো: শহিদুল ইসলাম (১৩৯ ভোট)। নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হলেন  মো: খোরশেদ আলম (৮৮ ভোট), মো: আবদুল আজিজ (৫৫ ভোট), মো: আবুল বাসার (৩৬ ভোট), মো: আবুল কাসেম খোকন (৩৭ ভোট)।

 

Post MIddle

এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন লাইব্রেরিয়ান মো: আবুল হোসেন শেখ ও প্রধান প্রকৌশলী মো: সিরাজুল ইসলাম।

 

ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলরের সাথে সাক্ষাত: এদিকে কর্মচারী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মঙ্গলবার ৮ ডিসেম্বর সকালে  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম , প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এ সময় মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম নতুন কমিটির সকলকে অভিনন্দন জানান এবং সার্বিক সাফল্য কামনা করেন। তিনি বলেন, চুয়েটের চলমান অগ্রযাত্রায় কর্মচারীগণ বিভিন্নভাবে অবদান রেখে চলেছে। আগামী দিনেও সকলে মিলে-মিশে কাজ করে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন-অগ্রগতিতে কর্মচারীগণ গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রাখবেন বলে আমরা আশাবাদী।#

 

লেখাপড়া২৪.কম/চুয়েট/পিআর/আরএইচ-৪৮৬৬

পছন্দের আরো পোস্ট