আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতার শিরোপা শাবির

DSC05975শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতার ছেলেদের ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ১৯-০৮ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করেছে শাবি। এছাড়া ৩য় স্থান অর্জন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়।
অন্যদিকে মেয়েদের খেলায় ১০-০৮ ব্যাবধানে যশোর ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয় জাতীয় বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থান অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
Post MIddle
মঙ্গলবার বিকাল ৫টায় প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া। বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী, শারিরীক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়াসহ বিভিন্ন দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও কর্মকর্তা।
উলে­খ্য সারা দেশের মোট এগারটি বিশ্ববিদ্যালয়ের ১৭ টি টিম (ছেলে ও মেয়ে) অংশগ্রহণে গত ০৬ ডিসেম্বর শাবিতে এই প্রতিযোগিতার শুরু হয়।
লেখাপড়া২৪.কম/শাবি/সাফকাত/এমএএ-০৩৪৫
পছন্দের আরো পোস্ট