পটুৃয়াখালীতে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ শুরু

IMG_20151207_154531কর্মসংস্থান ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষে উপজেলা পর্যায় প্রশিক্ষন কার্যক্রম জোরদার প্রকল্প ভ্রাম্যমাণ প্রশিক্ষন কোর্স শুরু হয়েছে। পটুৃয়াখালী যুব উন্নায়ন আওতাধিন কম্পিউটার প্রশিক্ষন কোর্সে বিভিন্ন স্কুল কলেজের আগ্রহী শিক্ষার্থীরা যুব উন্নায়ন প্রশিক্ষন ফরম পুরনের মাধ্যমে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষন কোর্স অংশগ্রহন করছে।

ভ্রাম্যমাণ প্রশিক্ষনে কম্পিউটার সম্পর্কিত সামরিক জ্ঞান,অাউটসোর্সসিং ইনকাম এবং ফ্রিল্যান্সার সম্পর্কে প্রশিক্ষন দেয়া হবে।দুই সিফটে ভাগ করে প্রত্যেক সিফটে ৪০ জন করে মোট ৮০ শিক্ষার্থীকে এ ট্রেনিং দেয়া হচ্ছে।এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষন উদ্ভধন করেন নুরে আলম আকতার উপ-পরিচালক যুব উন্নায়ন,পটুৃয়াখালী।

 

Post MIddle

যুব উন্নয়নের আরোও বিশিষ্ট কর্মকর্তা সহ, উপস্থিত ছিলেন ব্যাবস্থাপনায় মোহাঃজহিরুল ইসলাম ও মোহঃরিয়াজুল ইসলাম এবং সোহাগ, একটিভ সিটিজেনস পটুৃয়াখালী।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ-৪৮৫৪

পছন্দের আরো পোস্ট