ঢাবির কবি সুফিয়া কামাল ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধি

Picture Trust fundঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হল বৃত্তি ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধি করা হয়েছে। মূলধন বৃদ্ধির লক্ষ্যে কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. নীলুফার নাহার ২০ লাখ টাকার একটি চেক আজ ০৭ ডিসেম্বর ২০১৫ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন। হলের নিজস্ব আয় থেকে অনুদানের এই চেক প্রদান করা হয়।

 

উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান এবং হলের আবাসিক শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

Post MIddle

এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর স্নাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হলের ১জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে। এছাড়া, হলের অসচ্ছল ও মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে।

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ-০৩৩১

পছন্দের আরো পোস্ট