জাবিতে নাটক ‘সাত’ মঞ্চস্থ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী অধিকার বিষয়ক নাটক সাত মঞ্চস্থ করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে নাটকের মঞ্চায়ন করা হয়।
নারীর প্রতি সহিংসতা বন্ধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাবি যৌন নিপীড়িন বিরোধী সেলের প্রধান অধ্যাপক ড. রাশেদা আখতারের নেতৃত্বে প্রচারাভিযান দল ‘সাত’ নাটকটি আয়োজন করেন।

নাটকটি সাতটি দেশের সাতজন নারীর ঘুরে দাঁড়ানোর সত্য গল্প অবলম্বনে সাজানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
উল্লেখ্য, রাশিয়া, আফগানিস্তান, সার্বিয়া ও তুরষ্কসহ ৩২টি দেশে ২৬টি ভাষায় ১৫০বার এ নাটকটি প্রদর্শিত/ মঞ্চস্থ করা হয়েছে।#
লেখাপড়া২৪.কম/জাবি/নুআ/আরএইচ-৪৮৫০