প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট টিএসএম পদে চাকরি
বহুজাতিক প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ অ্যাসিস্ট্যান্ট টিএসএম পদে ২০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলোতে আবেদনের জন্য বিস্তারিত তথ্য :
যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট টিএসএম পদে এমবিএ, এমবিএস, এমকম, এমএসএস (অর্থনীতি) অথবা এমএসসি ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণিপ্রাপ্ত প্রার্থীদের আবেদন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ২২ থেকে ৩২ বছর বয়সী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। আবেদনকারীদের মাইক্রোসফট অফিস এবং ইংরেজিতে যোগাযোগে দক্ষ হতে হবে। পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না।
বেতন ও কর্মস্থল: নিয়োগপ্রাপ্তদের আকর্ষণীয় বেতন দেওয়া হবে জানিয়েছে প্রাণ। এ ছাড়া থাকবে বিক্রয় কমিশন ও অন্যান্য সুযোগ-সুবিধা। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া: পদটিতে আবেদন করা যাবে বিডিজবস ডটকমের মাধ্যমে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১ জানুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম