বশেমুরবিপ্রবির মেধাবী শিক্ষার্থী লনির অকাল মৃত্যু

pic@অকালে ঝরে গেল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী নাজমুর রফিক লনি । লনির গ্রামের বাড়ি খুলনা জেলার পাইকগাছায় । লনি বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস হলের আবাসিক ছাত্র ছিল।

 

বৃহস্পতিবার বিকালে লনিকে গুরুতর অসুস্থ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাস যোগে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । রাতে অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে লনিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । আনুমানিক সকাল ১০ টায় লনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে ।

 

Post MIddle

খবর পেয়ে লনির বন্ধুরা ও তার বিভাগের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের দুইটি বাস নিয়ে লনিকে শেষবারের মত দেখার উদ্দেশ্যে রওনা হয় । এ সময় বিশ্ববিদ্যালয়ে শোকের মাতম শুরু হয় । লনি এবিসি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারন সম্পাদক ছিল । এছাড়াও বেশকিছু স্বেচ্ছাসেবামূলক সংগঠনের যাত্রা তার হাত দিয়ে শুরু হয় । লনির অকাল মৃত্যুর কারন এখনও জানা যায়নি।

 

 

লেখাপড়া২৪.কম/তন্ময়/আরএইচ-৪৮১২

পছন্দের আরো পোস্ট