নৌবাহিনীতে বেসামরিক কর্মকর্তা নিয়োগ

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলো সম্পর্কে বিস্তারিত :

কস্ট অ্যাকাউন্টস অফিসার: একটি পদে নিয়োগ দেওয়া হবে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীকে। এ ছাড়া আবেদনের জন্য পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। আবেদনের বয়সসীমা ৩৫ বছর। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২৬ হাজার ২০০ টাকা।

 

অ্যাসিস্ট্যান্ট সিস্টেম: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। একটি পদে নিয়োগ দেওয়া হবে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সের প্রার্থীদের। বেতন দেওয়া হবে ২৯ হাজার ৭০০ টাকা।

 

প্রোগ্রামার: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২৯ হাজার ৭০০ টাকা।

 

লাইব্রেরি অফিসার: বয়স অনূর্ধ্ব ৩০ বছর এবং লাইব্রেরি সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে বেতন ২০ হাজার ৩৭০ টাকা।

 

ম্যানেজার (প্রেস): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রিন্টিং টেকনোলজিতে ডিপ্লোমা এবং পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে পদটিতে আবেদন করার জন্য। পদটিতে আবেদনের জন্য নির্ধারিত বয়স ৩৫ বছর। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২০ হাজার ৩৭০ টাকা।

 

পরিসংখ্যান অফিসার: পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ৩০ বছর বয়সের প্রার্থীরা। পদটিতে বেতন দেওয়া হবে ২০ হাজার ৩৭০ টাকা।

 

Post MIddle

পার্সোনাল অফিসার: বয়স অনূর্ধ্ব ৩০ বছর এবং যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে বেতন দেওয়া হবে ২০ হাজার ৩৭০ টাকা।

 

ইন্সট্রাকটর: পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা বা গণিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের বয়সসীমা ৩০ বছর এবং বেতন ২০ হাজার ৩৭০ টাকা।

 

অ্যাসিস্ট্যান্ট নেভাল স্টোর অফিসার: বয়স অনূর্ধ্ব ৩০ বছর এবং যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে বেতন দেওয়া হবে ২০ হাজার ৩৭০ টাকা।

 

জুনিয়র সায়েন্টিফিক অফিসার: পদার্থবিজ্ঞান বা রসায়নবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা মেটালার্জি বা কেমিক্যাল বিষয়ে বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে ২০ হাজার ৩৭০ টাকা

 

পেস্ট কন্ট্রোল অফিসার: উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা বা কৃষিবিদ্যায় স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স ৩০ বছর বা এর কম হতে হবে। বেতন দেওয়া হবে ১৬ হাজার ৫৪০ টাকা।

আগ্রহী প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন আগামী ২০ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে দৈনিক ইত্তেফাকে ২ ডিসেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-১৫) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

 

 

পছন্দের আরো পোস্ট