ঢাবিতে এমবিএ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ৩২তম ব্যাচের এমবিএ (ইভনিং) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর ২০১৫ শুক্রবার সকালে অনুষদের পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। তাঁদের সাথে অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই ভর্তি পরীক্ষায় ৭২০টি আসনের জন্য ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ৪২০০ জন। #
লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/আরএইচ-৪৮২০