জাবিতে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

DSC_0135জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা হলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, জীবিত কোনো মানুষের নামে কোনো স্থাপনা থাকলে, সেই ব্যক্তির সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়। আচার-আচরণে পরিশীলিত হতে হয়।

 

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদ আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য তাঁর ভাষণে আরো বলেন, খেলাধুলা এবং প্রতিযোগিতা মানুষকে নিয়মানুবর্তিতা ও সহনশীলতা শিক্ষা দেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে মানুষ তার ভিতরের শুভশক্তিকে জাগিয়ে তোলে। এতে অন্য মানুষেরা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী হয়ে উঠে।

 

Post MIddle

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক হল ওয়ার্ডেন কে এম আক্কাস আলী। অনুষ্ঠানে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী পর্ব শেষে হলের ছাত্রীগণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

 

লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/স্বশা-৪৫১২

পছন্দের আরো পোস্ট