উইকিপিডিয়া নিয়ে বেরোবিতে বিশেষ কর্মশালা

BRUR 02.11.2015রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়া নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার উইকিপিডিয়া কমিউনিটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতায় চতুর্থ অ্যাকাডেমিক ভবনে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

 

Post MIddle

উইকিপিডিয়ার ব্যবহার ও তথ্য নিবন্ধন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন করতেই এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় স্বেচ্ছাসেবক হিসেবে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করা, নিবন্ধ সম্পাদনা, ছবি যোগ করা এবং এ কার্যক্রমে যুক্ত হওয়ার নানা বিষয় নিয়ে আলোচনা করেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাহিদ সুলতান, উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী সদস্য তানভির মোর্শেদ।

 

পরবর্তীতে এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে বলে জানান পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মাজহারুল আনোয়ার। কর্মশালায় আরোও অংশ নেয় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক বকুল কুমার চক্রবর্তী ও ইসমিতা তাসনিম।#

 

 

লেখাপড়া২৪.কম/বেরোবি/সজীব/আরএইচ-৪৮০০

পছন্দের আরো পোস্ট