নোবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ৫৫ জন

নোবিপ্রবিনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এবার ভর্তি পরীক্ষায় প্রতি আসনে গড়ে লড়ছে ৫৫ জন।

 

সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে শুরু হয় রেজিস্ট্রেশন কার্যক্রম। প্রথমে শেষ সময় দেয়া হয় ২৬ অক্টোবর। পরে পরীক্ষার তারিখ পরিবর্তন করে ২০ ও ২১ নভেম্বরের পরিবর্তে ১৮ ও ১৯ ডিসেম্বর করা হয়।

 

তাই, ২য় দফা বাড়ানো হয় রেজিস্ট্রেশনের সময় বাড়িয়ে করা হয় ২৮ নভেম্বর পর্যন্ত। পরে আবার ৩য় দফা বাড়িয়ে করা হয় ৩০ নভেম্বর।

 

Post MIddle

জানা যায়, অন্যান্য বারের মত এবারও সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতা হবে ‘সি’ ইউনিটে। এই ইউনিটে ৬০ আসনের বিপরীতে লড়বে ৩৩৩১ জন।

 

এছাড়াও ‘এ’ ইউনিটে ২৪০ সিটের বিপরীতে ১২৪৭৭ জন, ‘বি’ ইউনিটে ৪২০ আসনের বিপরীতে ১১৮৯০ জন ও ‘ডি’ ইউনিটে ১৪০ আসনের বিপরীতে ৪৯১৫ জন রেজিস্ট্রেশন করেছে।

 

তবে অন্যান্য বারের তুলনায় এবার রেজিস্ট্রেশন কম হয়েছে। এর কারণ হিসেবে অনেকে ফলাফল বিপর্যয়কে দায়ী করছে।#

 

লেখাপড়া২৪.কম/নোবিপ্রবি/আরএইচ-৪৭৯২

পছন্দের আরো পোস্ট