ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
ভারতের থিয়সফিক্যাল সোসাইটির ন্যাশনাল ডিরেক্টর শ্রী বি. এল. ভট্টাচার্যের নেতৃত্বে ৪-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল (২ ডিসেম্বর ২০১৫) বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন – গোহাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জগন্নাথ দাদগিরি এবং আসাম সরকারের প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তা জে. এন. পাটোয়ারী। এ সময় বাংলাদেশ থিয়সফিক্যাল সোসাইটির সভাপতি ড. মোহাম্মদ আবদুল হাই উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা পরস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিশ্বে নানা ধর্মের মানুষ রয়েছে। এসব ধর্মের মধ্যে কোন বিভেদ নাই। সকল ধর্মই মানবতার কথা বলে, শান্তির কথা বলে। কিন্তু বর্তমানে বহু রাষ্ট্রে ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলছে। ধর্মের নামে আইএস যা করছে তা কখনোই গ্রহণযোগ্য নয়।
উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসার জন্য ভারতীয় প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জানান।
লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/আরএইচ-৪৭৯৬