শাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা রোববার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা আগামী ৬ ডিসেম্বর (রবিবার) থেকে শুরু হবে। রবিবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়ার উদ্বোধনের মাধ্যমে পর্দা উঠতে যাচ্ছে দুইদিন ব্যাপী জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা।
শাবি শারীরিক শিক্ষা দফতরের প্রধান চৌধুরী সউদ বিন আম্বিয়া জানান, সোমবার বিকাল ৪টায় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল শেষে বিজয়ী ও রানার্স আপ টিমের মধ্যে পুরষ্কার তুলে দেওয়া হবে।
লেখাপড়া২৪.কম/শাবি/সাফকাত/আরএইচ-৪৭৭৯