কুবিতে ‘চাঁদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন’
কুমিলল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চাঁদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন’র কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য ২৬ সদস্য বিশিষ্ঠ এ কমিটির ঘোষণা করা হয়। সংগঠনের সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান এ কমিটি ঘোষণা করেন।
হিসাব বিজ্ঞান বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী মোস্ড়ফা কামাল সুজনকে সভাপতি এবং গনিত বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী গোলাম দস্ড়গীর ফরহাদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সঞ্জয় দেবনাথ, সহ-সভাপতি ১. শামসুর রহমান সোহাগ, ২. সোহাগ, ৩. পলাশ, সহ-সাধারণ সম্পাদক ১. রিফাত রোহান, ২. মাকদুম, ৩. কামর“ল হাসান, সাংগঠনিক সম্পাদক ১. তৌহিদুল ইসলাম, ২. সৈকত, ৩. তন্ময় ৪. মামুন ৫. টিটু এবং প্রচার সম্পাদক আবু জাফর।
লেখাপড়া২৪.কম/কুবি/পিআর/এমএএ-০২৮১