ইউজিসি সদস্যের বিদায় অনুষ্ঠান
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদ্য বিদায়ী সদস্য প্রফেসর ড. মোহাম্মাদ মোহাব্বত খান, প্রফেসর ড. আবুল হাশেম ও প্রফেসর ড. মোঃ আখতার হোসেনের বিদায় অনুষ্ঠান আজ (০১.১২.২০১৫ তারিখ) ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য- প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা এবং প্রফেসর ড. দিল আফরোজা বেগম। ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ কামাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে বিদায়ী সদস্যদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানে ইউজিসি সচিব ড. মোঃ খালেদ, বিভাগীয় প্রধানগণসহ ইউজিসি’র সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।#
লেখাপড়া২৪.কম/ইউজিসি/পিআর-৪৭৭৮