আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ড্যাফোডিল রানার আপ
৩২ টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ২য় গ্রীন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। চুড়ান্ত প্রতিযোগীতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের বিপক্ষে জয়ী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি চ্যাম্পয়ন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব রানার আপ হয়।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব মোঃ শাজাহান মোল্লা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন। গ্রীন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. গোলাম সামদানী ফকির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতিযাগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সদস্যরা হলেন আল মুকিতুল বারী (ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ) মোঃ মেসবাহ উদ্দিন হাসিব ( কম্পিউটার সায়েন্স এন্ড ইইঞ্জনিয়ারিং বিভাগ) এবং ওমর ফারুক সীমান্ত (পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ)।
চুড়ান্ত পর্বে বিভিন্ন ডিবেটিং ক্লাবের মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিবেটারদের সমন্বয়ে গঠিত ৭ সদস্যের জুড়ি বোর্ড বিচার কার্য সম্পাদন করেন। পার্লামেন্টারী বিতর্কেও চ‚ড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির প্রাক্তন ডিবেটার ও ডিআইইউ ডিবেটিং ক্লাবের মডারেটর ফারহানা হেলাল মেহতাব স্পীকারের দায়িত্ব পালন করেন।
লেখাপড়া২৪.কম/ড্যাফোডিল/পিআর/এমএএ-০২৬২