শাবিতে প্রতিবেদন তৈরির কৌশল বিষয়ক কর্মশালা

শাবিশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিবেদন তৈরির কৌশলের উপর কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ‘ইনিস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিওরেন্স সেল’ (আইকিউএসি)-এর দিনব্যাপী এ আয়োজনে রোববার সকাল এগারটায় এ কর্মশালা উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রতিবেদন তৈরী গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই এ কর্মশালাটি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে। এ ধরনের উদ্যোগের ফলে প্রাপ্ত ধারনা তরুণ গবেষকদের উৎসাহিত করবে।’

 

পরিসংখ্যান বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, সহ পরিচালক অধ্যাপক ড. আশরাফুল আলম।

 

কর্মশালার টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসোন হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এস এম কবির।

 

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগের শিক্ষকদের পাশাপাশি অংশগ্রহন করেন বিভিন্ন অনুষদের ডীন, রেজিষ্ট্রার ও দপ্তর প্রধানরা।#

 

 

লেখাপড়া২৪.কম/শাবি/সাম/আরএইচ-৪৭৫৫

পছন্দের আরো পোস্ট