ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পদযাত্রার আয়োজন

Picture-29আজ (২৯ নভেম্বর) রবিবার সকালে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস সম্মেলন শুরুর (কপ-২১) প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাাডিজের উদ্যোগে Stop Carbon Emission, Save People প্রতিপাদ্য নিয়ে এক জলবায়ু পদযাত্রার আয়োজন করা হয়।

 

Post MIddle

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে উক্ত পদযাত্রায় অংশগ্রহণ করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং বিভাগের শিক্ষকসহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী।

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/স্বশা-৪৪৮৯

পছন্দের আরো পোস্ট