ইউল্যাবে কম্পিউটার সায়েন্স বিভাগে উন্মুক্ত সেমিনার

Untitledইউনিভারসিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর উদ্যোগে “পারসেপচুয়াল এন্ড কগনিটিভ প্রসেসেস আন্ডারলাইং ফেস- ব্লাইন্ডনেস” বিষয়ের উপর গত (২৬ নভেম্বর) একটি সেমিনার এর আয়োজন করা হয়।এ অনুষ্ঠানের বক্তা ছিলেন ডঃ গর্গ চ্যাটার্জি। তিনি ইন্ডিয়ান স্টেটিসটিকাল ইনস্টিটিউট এর কম্পিউটার ভিশন এন্ড প্যাটার্ন রিকগনিশন বিভাগ এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং আই এস আই ( ইন্ডিয়ান স্টেটিসটিকাল ইনস্টিটিউট )কলকাতার ঘিলু- দি চ্যাটার্জি ল্যাব অফ ব্রেইন,কগনিশন এন্ড সোসাইটির প্রধান গবেষক। ডঃ চ্যাটার্জি তার আলোচনায় ফেস- ব্লাইন্ডনেস এবং ডেভেলপমেন্টাল প্রসোপ্যাগনসিয়া বিষয়ে ধারনা দেন এবং এই বিষয়ে ভারতের কিছু গবেষণা কাজের কথা উল্লেখ করেন।

 

অনুষ্ঠানের শুরুতে ইউ ল্যাব এর উপ – উপাচার্য প্রফেসর ডঃ জহিরুল হক ডঃ গর্গ চ্যাটার্জির কর্মজীবন এবং কৃতিত্তের সাথে উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দেন। সি এস ই প্রধান ড. সাজ্জাদ হোসেন তার বক্তব্যে ইউ ল্যাব এর ছাত্র ছাত্রী দের এই অভিনব আভিজ্ঞতা অর্জনে সহায়তা করার জন্য ডঃ চ্যাটার্জিকে ধন্যবাদ জানান।

 

Post MIddle

পাঁচ দিন ব্যাপী গবেষণামুলক কর্মশালার শেষ দিনে এই সেমিনার এর আয়োজন করা হয়েছিল।

Untitled2

লেখাপড়া২৪.কম/ইউল্যাব/পিআর/স্বশা-৪৪৯৫

পছন্দের আরো পোস্ট