মতিহার ক্যাম্পাস

রাবিমতিহার ক্যাম্পাস তুমি অসাধারণ

ক্যাম্পাসে সন্ধ্যা হলে শেয়ালের ডাক
ভোরে ঘুম ভাঙ্গায় কাক,
সকাল-দুপুর গাছে গাছে কাঠবিড়ালির ঝাক।

শাপলা ভরা পুকুরে মাছের উৎপাদন
শীতের সন্ধ্যায় শহীদ মিনারে ফুলের সমিরণ।

Post MIddle

আম, জাম, কাঠাল, পেয়ারা, জামরুল, বেল, কলা, লিচু ও পেপে
প্রতি মৌসুমে আরও অনেক ফল এ ক্যাম্পাসে মেলে।

সন্ধ্যা বেলা পশ্চিম দিকে ছেলেদের ঢল
বন্ধুর চোখ ফাঁকি দিয়ে মায়ায় অতল।

নিপুন শৈলীর একাডমিক ভবন আর আবাসিক হল
এসব দেখে নিমিষেই কেটে যায় পাঁচটি বছর।


***জাকির হোসেন তমাল (রাজশাহী বিশ্ববিদ্যালয়), ২৭ নভেম্বর ২০১৫

পছন্দের আরো পোস্ট