শাবিতে আঞ্চলিক স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘৭ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড’১৫ সিলেট অঞ্চলের প্রতিযোগিতার উদ্ধোধন ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অলিম্পিয়াডের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়া।উদ্বোধনকালে উপাচার্য আমিনুল হক বলেন, গণিত ছাড়া আমরা কেউই এক মুহূর্তের জন্য চলতে পারি না। তবে আজকের অলিম্পিয়াডে কেবল গণিতের স্টুডেন্ট নয় সবায় যেন ভাল ফলাফল করুক এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে ও গণিত সমিতির সহযোগিতায় ‘বাংলাদেশ গণিত সমিতি-এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন’ এর অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক ড. সাজেদুল করিম, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ তালুকদার, আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম, ভৌতবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাবিনা ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যপাক ড. রেজাউল করিম, অধ্যাপক ড. পায়েল আহমেদ, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফিরোজ ফারুকী, নির্বাহী সদস্য কাজী মোঃ খায়রুল, সিলেটের লিডিং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কাজী মোঃ জাহিদ হাসান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ গোলাম আলী হায়দার চৌধুরী, অধ্যাপক ড. সামসুন নাহার বেগম, অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রশিদ, অধ্যাপক ড. নাজনীন আক্তার, অধ্যাপক ড. সুজয় চক্রবর্তী ড. মোহাম্মদ মিজানুর রহমান, ড. মোঃ সাইফুল ইসলাম, ড. কাওসারী সুলতানা, সদস্য সচিব সহযোগী অধ্যাপক রেজোয়ান আহমেদ, ড. পাবেল শাহরিয়ার, সহকারী অধ্যাপক চন্দ্রানী নাগ, সহকারী অধ্যাপক মোঃ মতিয়ার রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ সালাহ উদ্দিন, সহকারী প্রক্টর আলমগীর কবীর ও সহকারী প্রক্টর সৈয়দ মোঃ ওমর ফারুক প্রমুখ।
আয়োজক কমিটির সদস্য-সচিব ও শাবির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক রেজোয়ান আহমেদ জানান, এবারের অলিম্পিয়াডে শাবিসহ সিলেট অঞ্চলের মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের (বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধিভ‚ক্ত ডিগ্রী কলেজ) গণিত, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিভাগের স্নাতক পর্যায়ের ১৪১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তবে এ প্রতিযোগীতায় ২৪০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অনুষ্ঠিত এ অলিম্পিয়াডের শীর্ষ দশ প্রতিযোগী (কমপক্ষে একজন নারীসহ) আগামী ১১ ডিসেম্বর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে অবস্থিত ফলিত গণিত বিভাগে অনুষ্ঠেয় অলিম্পিয়াডের চ‚ড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।
বিস্তারিত তথ্য www.sustmathsociety.org এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
লেখাপড়া২৪.কম/শাবি/সাফকাত/স্বশা-৪৪৮১