বিইউবিটিতে কবি জীবনানন্দ দাশ স্মরণে সেমিনার

????????????????????????????????????

গত (২৬ নভেম্বর) বৃহস্পতিবার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) এর রূপনগরস্থ স্থায়ী ক্যাম্পাসে ইংরেজী বিভাগের উদ্যোগে কবি জীবনানন্দ দাশের ৬১তম মৃত্যুবার্ষিকী স্মরণে এক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কবির জীবনালেখ্য ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা ও প্রবন্ধপাঠ এবং তাঁর লেখা কবিতা আবৃত্তি করা হয়।

 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কলা ও মানবিক এবং সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আনোয়ারুল হক। প্রবন্ধের মূল উপজীব্য ছিল প্রাচ্যের কবি জীবনানন্দ ও পশ্চিমা কবি জন কিটস এর সাহিত্যকর্ম নিয়ে তুলনামূলক আলোচনা। অন্যান্য আলোচনার মধ্যে অন্যতম ছিল ইংরেজী বিভাগের চেয়ারম্যান ড. মো: মহসিন রেজার “বনলতা সেন কবিতায় অধিবিদ্যাগত উপাদান” এবং সহকারী অধ্যাপিকা মুশফিকা দীবার “জীবনানন্দের কবিতায় নারী”।

 

Post MIddle

অনুষ্ঠানে কবির বনলতা সেন, আট বছর আগে একদিন, তিমির হননের গান, আবার আসিব ফিরে ইত্যাদি কবিতা আবৃত্তি করা হয়।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপিকা আমানী খন্দকার।

007

লেখাপড়া২৪.কম/বিইউবিটি/পিআর/স্বশা-৪৪৭৩

পছন্দের আরো পোস্ট