জাবিতে স্নাতক গণিত অলিম্পিয়াড
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের আয়োজনে ও বাংলাদেশ গণিত সমিতি উদ্দ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৭ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৫।
শুক্রবার সকাল নয়টার গণিত অলিম্পিয়াড উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, গণিত বিভাগের সভাপতি ও ঢাকা উত্তর আঞ্চলিক অলিম্পিয়াড ২০১৫ আয়োজক কমিটি সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবদুর রব, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নরুল আলম, গণিত বিভাগের অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দল্লাহ, সহকারী অধ্যাপক মোহাম্মদ ওসমান গণিসহ প্রমুখ।
গণিত বিভাগের গ্যালারী ও ২৩০ নম্বর রুমে সকাল ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত গণিতের মৌলিক বিষয়ের উপর ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১২ টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে মোট ১১৬ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
এরপর দুপুর আড়াইটা থেকে গণিত বিষয়ের উপর মৌলিক প্রশ্ন-উত্তরের পর্ব চলে। এতে প্রতিযোগীরা ও গণিত বিষেজ্ঞরা অংশগ্রহণ করেন। এ পর্ব পরিচলনা করেন গণিত বিভাগের অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন।
এর পর সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান হয়। গণিত অলিম্পিয়াডে বিজয়ী প্রথম দশ জনকে পুরষ্কৃত করা হয়।#
লেখাপড়া২৪.কম/জাবি/নুআ/আরএইচ-৪৭৩৮