ইবিতে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

IU Pic-=1ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘‘ট্রেইনিং অন রিসার্চ মেথোডোলজি এন্ড কন্ডাক্টিং ই-রিসার্চ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আই কিউ এ সি)এর আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

 

ফলিত পদার্থবিজ্ঞান ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. আবদুস সুবহানের উপস্থাপনায় সেমিনারে প্রধান গবেষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. শাহ আজম। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুওরেন্স সেল ইবি শাখার পরিচালক প্রফেসর ড. হারুন-উর রশিদ আশকারি। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

Post MIddle

আই কিউ এ সি (ইবি শাখার) পরিচালক প্রফেসর ড. হারুন-উর রশিদ আশকারী বলেন, ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুওরেন্স সেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণাধর্মী কাজে সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা এ সেমিনারের আয়োজন করেছি।

 

লেখাপড়া২৪.কম/ইবি/নবীন/স্বশা-৪৪৭৯

পছন্দের আরো পোস্ট