শাবিপ্রবি ছাত্র হল থেকে সাপ উদ্ধার

????????????????????????????????????

‘শাবিপ্রবি’র প্রকৃতি ও পরিবেশ বিষয়ক একমাত্র সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ২য় ছাত্র হল থেকে একটি সাপ উদ্ধার করে।

 

Post MIddle

সংগঠনটির ‘জি-রেস্কিউ এন্ড এডভেঞ্চার’ উপপরিষদের প্রধান জানান, বেলা ২ টার দিকে ক্যাম্পাসের ২য় ছাত্র হল (বঙ্গবন্ধু হল) থেকে সাধারণ শিক্ষার্থীর মাধ্যমে জানতে পারেন যে, হলের চার তলার ৪০১৩ নং রুমে একটা সাপ ধরা হয়েছে এবং ছাত্ররা ঐ টাকে আটকে রেখেছেন। খবর পেয়ে সংগঠনের সভাপতি ও অন্যান্য সদস্যদের নিয়ে তিনি হলে গিয়ে সাপটাকে নিয়ে আসেন। ৩৬ সে.মি.লম্বা সাপটি সংগঠনটির গবেষনা পরিষদ থেকে সনাক্ত করা হয় ‘ঘরগিন্নি’ (common wolf snake) সাপ হিসেবে যা অবিষাক্ত প্রজাতি। পরে সাপটি নিরাপদ স্থানে উপযুক্ত পরিবেশে সাপটি অবমুক্ত করা হয়। তাছাড়া হলের শিক্ষার্থীদেরকেসঠিক সময়ে জানানোর জন্য এবং সাপটিকে না মারার জন্য ধন্যবাদ জানান।

 

জি-রেস্কিউ প্রধান আরো জানান, ক্যাম্পাসের শিক্ষার্থীরা এখন অনেক সচেতন হয়েছে। যার ফলে সাপটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, তিনি সবাইকে অনুরোধ জানান যে, এ ধরণের খবর পেলে যেন এ নাম্বারে জানানো হয়ঃ ০১৬৮৫০৬১৮৭৮#

 

 

লেখাপড়া২৪.কম/শাবি/সাম/আরএইচ-৪৭৩৫

পছন্দের আরো পোস্ট