নতুন নেতৃত্বে রাবি ছাত্র ইউনিয়ন
মিনহাজুল আবেদিনকে সভাপতি ও সাইদুজ্জামান সুহানকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাহমুদুল হাসান আসিফকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
২৯ তম সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লাকী আক্তার এ কমিটি ঘোষণা করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, রাবি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাড. আবু সায়েম ও সদ্য বিদায়ী সভাপতি আয়াতুল্লাহ খোমেনীসহ অন্যান্ন নেতাকর্মীরা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ছাত্র ইউনিয়নের এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের প্রথম দিনে ছাত্র ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতারা সা¤্রাজ্যবাদ-জঙ্গীবাদ-শিক্ষাবাণিজ্য প্রতিরোধে কাজ করার শপথ নেন।#
লেখাপড়া২৪.কম/রাবি/তমাল/আরএইচ-৪৭৩৭