শাবিতে জিডিএন এর সেমিনার শুক্রবার

শবিশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ক্যারিয়ার বিষয়ক সংগঠন  জিডিএন, সাস্ট এর উদ্যোগে আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে ‘পেশাগত দক্ষতা উন্নয়ন’ বিষয়ক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বিকেল ৩.০০টা থেকে শুরু হবে সেমিনারটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক ড. মোকাদ্দেস, অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়।

Post MIddle
বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন শেষ করে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানীতে চাকরিতে সফল ৪ জন তাঁদের অভিজ্ঞতা ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নানান দিক তুলে ধরবেন।তাঁরা হলেন, জিআইটির ট্যাকনিকেল অ্যাডভাইজার ফারুক আহমেদ টিটু, বিকেএমইএ’র এসইআইপি প্রোজেক্টের চীফ কো অরডিনেটর রূপালী বিশ্বাস লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পারচেজ অ্যান্ড ওয়্যারহাউস ম্যানেজার মির্জা তারেক আহমেদ বেগ এবং হাতিল এর ইন্টেরিয়র অ্যান্ড প্রজেক্ট বিভাগের প্রধান খালিদ বিন ওয়ালিদ।

জিডিএন’র আহ্বায়ক মাইনুল সুমন বলেন, কোন ধরনের রেজিস্ট্রেশন ছাড়াই এ সেমিনারে অংশ নিতে পারবেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।

 

লেখাপড়া২৪.কম/শাবি/সাফকাত/এমএএ-০২৪৫

পছন্দের আরো পোস্ট