শাবিতে সিএসই কার্নিভাল শুরু শুক্রবার
এছাড়া আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে সফটওয়্যার প্রতিযোগিতায় ১২ টি বিশ্ববিদ্যালয় থেকে ২২ টি দল, প্রজেক্ট শোকেসিংয়ে ১৩ টি বিশ্ববিদ্যালয় থেকে ২৩ টি দল অংশ নিবে বলে জানান তিনি। তিনি আরো জানান, প্রতিযোগীতায় বিচারকগন সবাই অভিজ্ঞ। আমাদের প্রস্তুতি প্রায় শেষ। সবাইকে সুন্দর একটা আয়োজন উপহার দিতে আমরা প্রস্তুত।
এছাড়া প্রতিযোগীতার বিস্তারিত তথ্য www.csecarnival.com ওয়েবসাইটে জানা যাবে।
লেখাপড়া২৪.কম/শাবি/সাফকাত/এমএএ-০২৪৮