ঢাবি নৈতিক উন্নয়ন কেন্দ্রের সেমিনার রোববার
ঢাকা বিশ্ববিদ্যালয় নৈতিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ২৯ নভেম্বর ২০১৫ রোববার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় আর.সি. মজুমদার আর্টস মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে সংস্কৃতি বিভাগের অনারারি অধ্যাপক নিরঞ্জন অধিকারী “ঋগ্বেদে নৈতিকতা” শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন। আলোচনায় অংশগ্রহণ করবেন সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. অসীম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক ও ইউজিসি অধ্যাপক ড. গালিব আহসান খান সেমিনারে অংশ গ্রহণের জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন।#
লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/আরএইচ-৪৭১৮