ইবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ২৮ নভেম্বর

ইবিইসলামী বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা আগামী (২৮ নভেম্বর) থেকে শুরু হবে। বুধবার বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী শনিবার সকাল সাড়ে নয়টায় আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট প্রতিযোগীতার উদ্বোধন করবেন ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেরস ড. আফজাল হোসেন।

 

শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, এবছর বিশ্ববিদ্যালয়ের প্রায় সবকটি বিভাগ প্রতিযোগীতায় অংশ নিচ্ছে। নক-আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীতাকে সামনে রেখে চলছে মাঠ প্রস্তুতের কাজ। এছাড়া বিভিন্ন বিভাগের খেলোয়াড়রা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করছেন। ফলে আসন্ন ক্রিকেট প্রতিযোগীতাকে সামনে রেখে ক্যাম্পাসে বিরাজ করছে ক্রিকেটীয় পরিবেশ।

 

Post MIddle

লেখাপড়া২৪.কম/ইবি/পিআর/এমএএ-০২৪০

শাহজাহান নবীন

পছন্দের আরো পোস্ট