ঢাবির ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে ভর্তি শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে দুই বৎসর মেয়াদি ‘মাস্টার অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেস’ প্রোগ্রাম চালু করা হয়েছে। ওই কোর্সে আগ্রহী ভর্তি-ইচ্ছুদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে বিভাগ।
ন্যূনতম স্নাতক এবং দুই বছরের চাকরির অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর পর্যন্ত।
ভর্তি বিষয়ে বিস্তারিত জানতে বিভাগের চেয়ারপারসনের সঙ্গে dib@du.ac.bd ইমেইলে যোগাযোগ করা যাবে অথবা ০১৭১২৩১৪১৫৩ ও ০১৯১১০১৫০৫৭ মোবাইল নম্বরেও যোগাযোগ করা যেতে পারে।#
লেখাপড়া২৪.কম/ঢাবি/আরএ্ইচ-ি৪৭০৩